গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক
আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিস লেসবস উপকূলে ফের নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরো অনেকে৷ এ নিয়ে চলতি সপ্তাহের দ্বিতীয়বারের মতো গ্রিক উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটল।
এর আগে এমনকি গত রোববার আজিয়ান সাগরের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপ লেরোসে নৌকা ডুবিতে তিন শিশুসহ চার অভিবাসী নিহত হয়েছেন৷
গ্রিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় উপকূলরক্ষীরা মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ ব্যক্তিকে উদ্ধারে সক্ষম হন৷ তুরস্কের কাছের গ্রিক দ্বীপ লেসবসের উপকূলে একটি রাবারের নৌকা দেখতে পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়৷
উদ্ধারের পর ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে৷ তাদের কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথারমিয়ায় ভুগছিলেন৷
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানােয়েছে, তাদের বহনতকারী নৌকাটি ৪১ জন যাত্রী নিয়ে তুরস্ক উপকূল থেকে যাত্রা শুরু করেছিল৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে দুটি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছে একটি হেলিকপ্টার। তবে তীব্র বাতাস উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটাচ্ছে৷
গ্রিসের সরকারি টেলিভিশন ইআরটি জানিয়েছে যে নৌকাটিতে সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকরা ছিলেন৷ উদ্ধারকৃতদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে চ্যানেলটি৷
মূলত মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ, আফ্রিকা এবং এশিয়ার শরণার্থী ও অভিবাসীরা দীর্ঘদিন ধরেই গ্রিসকে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর মূল প্রবেশস্থল হিসেবে ব্যবহার করে আসছে৷ তাদের অধিকাংশই তুরস্ক থেকে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেন৷ বিপজ্জনক এই অনিয়মিত পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More