আমিরাতে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জামাল উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শারজাহ প্রবাসী আবদুল মুনিম জামাদার বলেন, ঘটনাটি ঘটেছে আমার দোকানের পাশে। সড়ক পার হওয়ার সময় একটি মালবাহী গাড়ির নিচে চাপা পড়ে সে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা চেষ্টা করছি মরদেহ দেশে পাঠানোর জন্য।
জানা যায়, নিহত জামাল উদ্দিনের বাবা-মা বেচে নেই। তার পরিবারে তিনি ও তার ৩ বোন রয়েছে। ৩ বোনের মধ্যে ২ বোনের বিয়ে হলেও অন্যজন এখনো অবিবাহিতা। অন্যদিকে, নিহত জামাল উদ্দিন ৫ বছর আগে বিয়ে করলেও তার পরিবারে এখনো কোনো সন্তান-সন্ততির জন্ম হয়নি।
জামালের চাচাতো ভাই মো. দিদার বলেন, সে আমার চাচাতো ভাই হলেও আমার আপন ভাইয়ের চেয়ে কম নয়। তার এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More