বেলুচিস্তানে গিরিখাতে যাত্রীবাহী বাস, ৩৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল যাত্রবাহী বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। খবর ডনের।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে অনেকে নিহত হন।
লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, নিহতদের হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
বেলুচিস্তান পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাতে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More