ইইউর সহায়তায় আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠাতে চায় ডেনমার্ক
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আশ্রয়প্রার্থীদের বাইরের কোন দেশে পাঠাতে চায় ডেনমার্ক। একক কোন সিদ্ধান্তে নয় বরং ইইউ’র অন্যান্য দেশকে পাশে নিয়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে পাঠাতে চায় দেশটি। তাই রুয়ান্ডার সঙ্গে এই সংক্রান্ত আলাপ স্থগিত করেছে ডেনমার্ক কর্তৃপক্ষ।
স্ক্যান্ডিনেভিয়ান দেশটির সর্বশেষ সামাজিক গণতন্ত্রী সরকার আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে তৈরি আশ্রয়কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করেছিল৷ ২০২১ সালে এই সংক্রান্ত আইন গৃহীত হলেও কোনো দেশে এসব কেন্দ্র তৈরি করা হবে তা নির্দিষ্ট করা হয়নি৷ তাছাড়া সেই আইনে আশ্রয়ের আবেদন গৃহীত হওয়ার পরও সেই ব্যক্তিকে ডেনমার্ক না এনে সেদেশেই রাখার পরিকল্পনা করেছিল দেশটির তখনকার সরকার৷
পরবর্তীতে রুয়ান্ডা এবং কয়েকটি দেশের সঙ্গে এই সংক্রান্ত আলোচনাও শুরু করে ডেনমার্ক সরকার। কিন্তু গত ডিসেম্বরে দেশটিতে সামাজিক গণতন্ত্রীদের নেতৃত্বে নতুন বাম-ডান সরকার গঠিত হলে সেই আলোচনায় ভাঁটা পড়ে৷ শেষমেষ তা স্থগিতেরই ঘোষণা দিলেন দেশটির অভিবাসন এবং অন্তর্ভুক্তিকরণমন্ত্রী ক্যর ডুবভেল৷
তিনি বলেন, ‘‘রুয়ান্ডায় ড্যানিশ অভ্যর্থনাকেন্দ্র নির্মাণ নিয়ে কোনো আলোচনা এখন করছি না আমরা৷ এটা একটি নতুন সরকার৷ আমাদের লক্ষ্য এখনো একই৷ তবে উপায় ভিন্ন হবে৷’’
তিনি জানান, নতুন সরকার চায় ইউরোপের বাইরে অভ্যর্থনাকেন্দ্রটি ইইউ বা অন্য আরো কয়েকটি দেশের সঙ্গে মিলে তৈরি করতে৷ সামাজিক গণতন্ত্রীদেরক্ষেত্রে এটা একটি বড় পরিবর্তন৷ কেননা দলটি এর আগে অন্য কোনো ইউরোপীয় দেশের সঙ্গে জোট বাধার প্রক্রিয়াকে ‘ধীরগতির এবং কণ্টকাকীর্ণ’ আখ্যা দিয়ে তা এড়াতে চেয়েছিল৷
প্রসঙ্গত, গত দুই দশকেরও বেশি সময় ধরে ডেনমার্কের অভিবাসন নীতির উপর প্রভাব বিস্তার করে আসছেন উগ্র ডানপন্থিরা৷ এমনকি দেশটির সামাজিক গণতন্ত্রী প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনও ২০১৯ সালে দায়িত্বভার গ্রহণের পর ‘‘শূন্য শরণার্থী’’ নীতি গ্রহণ করেন৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More