গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র আতিক
নিউজ ডেস্ক:
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন তিনি।
এসময় মেয়রের সঙ্গে থাকা এক ব্যক্তি বিষয়টি ফেসবুকে লাইভ প্রচার করেন। তাতে দেখা গেছে, বিপুল সংখ্যক ছিন্নমূল, উদ্বাস্তু ও শীতার্ত মানুষের মধ্যে নিজ হাতে তিনি কম্বল বিতরণ করেন। প্রতিটি মানুষের গায়ে মেয়রকে নিজ হাতে কম্বল জড়িয়ে দিতে দেখা গেছে।
মেয়রের হাত থেকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More