ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত
নিউজ ডেস্ক:
ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।
ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৩ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। খবর আলজাজিরার।
ফিলিসিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহত দুই ফিলিস্তিনি তরুণের নাম, মোহাম্মাদ সামের হোশিয়েহ (২২) এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ (২৫)।
এদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করে। ইহুদিবাদী সেনারা আহমাদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হয় এবং তখন ফুয়াদ আবেদ নিহত হন।
ইহুদিবাদী সেনাদের অভিযোগ, আয়মান আবেদ এবং হানি আবেদ সম্প্রতি আল-জালামা চেকপয়েন্টের কাছে গুলি করে এক ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করেছে। এজন্য ইসরাইলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে যায়।
২০২২ সাল এ পর্যন্ত ইহুদবাদীদের হাতে ২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তার মধ্যে শুধুমাত্র জেনিন শহরেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More