মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক:
কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বদরুল আলম বদিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বদরুল কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শাহ আরিফ টিলায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মইটাটিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির কাছের শাহ আরেফিন টিলায় আসলে বজ্রাঘাতে আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বদরুলকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More