সৌদি থেকে দেশে ফিরেলেন অসুস্থ প্রবাসী ইউচুফ

সৌদি থেকে দেশে ফিরেলেন অসুস্থ প্রবাসী ইউচুফ
নিউজ ডেস্ক:
সৌদি আরবের মক্কা থেকে দেশে ফিরলেন গুরুতর অসুস্থ ফেনীর জেলার প্রবাসী আবুল আল হাসান ইউচুফ। গত ৮ মাস ধরে অসুস্থ হয়ে মক্কা নগরীর মিসফালাহর ইব্রাহিম খলিল রোড়ের দাহালা একটি বাসায় বসবাস করে আসছিলেন তিনি।
ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের নিজ বাড়িতে পৌঁছান তিনি।
গত বুধবার রাতে জেদ্দা কিং আবদুল আজিজ এয়ারপোর্টে থেকে সৌদি এয়ারলাইন্স বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইউচুফ।
এতদিন তার দেখভালের দায়িত্বে ছিলেন বাংলাদেশিরা। বিশেষ করে নিয়মিত খোঁজখবর ও দেখাশোনা করতেন প্রতিবেশী প্রবাসী নাজিম উদ্দীন।
প্রবাসী নাজিম উদ্দীন জানান, ‘আমি প্রায় ৮ মাস ধরে ইউচুফকে সেবা দিয়ে আসছি। আমি কৃতজ্ঞ জেদ্দা-বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় রিয়াদ প্রবাসী আবদুল হালিম নিহনের প্রচেষ্টায় আজ চাচা নিজ দেশে ফেরত গেছেন।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More