মালয়েশিয়ায় পাচারকালে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকালে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের উপকূলে ট্রলার ডুবির ঘটনায় ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৯ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ার সাড়ে তিন কিলোমিটার গভীর সাগরে ট্রলার ডুবে যায়।
উদ্ধার হওয়াদের উদ্ধৃতি দিয়ে মো. দেলোয়ার হোসেন বলেন, সাগর পথে ট্রলারটি মালয়েশিয়া যাচ্ছিল। তবে সেখানে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এখনো সাগরে আরও অনেকেই ভাসমান রয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যারা কূলে ফিরে এসেছে তারা মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারের জেলেদের বয়া ও পানির জারের সহায়তায় সাঁতার কেটে কূলে আসে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজন নারী ও ৩৪ জন পুরুষ।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More