বৈধ পথে রেমিটেন্স পাঠাতে কাতার দূতাবাসের নতুন দিগন্তের সূচনা

বৈধ পথে রেমিটেন্স পাঠাতে কাতার দূতাবাসের নতুন দিগন্তের সূচনা
নিউজ ডেস্ক:
হুন্ডি বন্ধে নিরুৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে প্রবাসীদের উৎসাহ যুগাতে এক নতুন দিগন্তের সূচনা করলো বাংলাদেশ দূতাবাস ও এরাবিয়ান এক্সচেঞ্জ কাতার।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের দোরগোড়ায় প্রচারণা চালাতে রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন নিজেই এক্সচেঞ্জের মাধ্যমে টাকা প্রেরণ করে রেমিট্যান্স উদযাপন দিবস পালন করেন।
এসমময় রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভাণ্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।
এ সময় এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগিডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেভার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীসহ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More