চলন্ত বাসে সন্তান প্রসব, উপহার হিসেবে আজীবন বাস ভ্রমণের সুযোগ!

নিউজ ডেস্ক:
উপহার হিসেবে নবজাতক ও তার মাকে আজীবন বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জ বিরতিহীন বাসে সন্তান প্রসব করেছেন এক যাত্রী। উপহার হিসেবে নবজাতক ও তার মাকে আজীবন বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোটর মালিক গ্রুপ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার-হবিগঞ্জ রুটের একটি বাসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার-হবিগঞ্জ রুটের একটি বিরতিহীন বাসে হবিগঞ্জে যাচ্ছিলেন সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহিদুল হকের গর্ভবতী স্ত্রী নুরুননাহার বেগম। পথে বাসের ভেতরেই তার প্রসব বেদনা ওঠে। বিকেল সাড়ে ৪টার সময় বাসের ভেতরেই তিনি কন্যা সন্তান জন্ম দেন।
বাসটি পৌর বাস টার্মিনালে থামলে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা নতুন কাপড় দিয়ে নবজাতক ও তার মাকে স্বাগত জানান।
এ বিষয়ে শঙ্ক শুভ্র রায় বলেন, “মা ও নবজাতক সুস্থ আছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে মা-মেয়ের আজীবন বাসের ভাড়া ফ্রি করে দিয়েছি।” সূত্র: ঢাকা ট্রিবিউন
Related News

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More