প্রবাসীদের জন্য ‘প্রবাসবন্ধু হটলাইন’ ১৬১৩৫ চালু
নিউজ ডেস্ক:
বাংলাদেশি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য দেওয়া, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড ১৬১৩৫ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করেছে।
সংশ্লিষ্ট সবাই বিনা খরচে কল করে ২৪ ঘণ্টাই এ কল সেন্টার থেকে তথ্যসেবা পেতে পারেন। বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করে এ সেবা পাওয়া যাবে।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More