বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী নেবে কুয়েত, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন
আন্তর্জাতিক ডেস্ক:
করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসীকর্মী কুয়েতে ফিরতে পারেনি। এতে পরিচ্ছন্নতা কর্মীর সংকট দেখা দিয়েঠে দেশটিতে। সংকট উত্তরণে বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী আনতে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছে বেশ কয়েকটি কোম্পানি।কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশ কয়েকটি কোম্পানি এই আবেদন জানিয়েছে।
বাংলাদেশিদের কুয়েতে সরাসরি প্রবেশে বিধিনিষেধ থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী আনতে পারবে না কোম্পানিগুলো।
বুধবার (৩১ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই এক প্রতিবেদনে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী আনতে অনুমতির অপেক্ষায় রয়েছে নিয়োগপ্রাপ্ত কয়েকটি কোম্পানি।
বাংলাদেশি নাগরিকদের সরাসরি ভিসা বন্ধ থাকায়, নতুন ভিসায় কুয়েত প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিতে হয়। অন্যদিকে, ভারত, মিশর, ফিলিপাইন, নেপাল, শ্রীলঙ্কার নাগরিকরা কোনো অনুমোদন ছাড়াই কুয়েত প্রবেশ করতে পারে।
উল্লেখ্য, কুয়েতে অতিরিক্ত তাপমাত্রার কারণে জুন-জুলাই আগস্ট তিনমাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সেপ্টেম্বরের ১ম সপ্তাহে খুলতে যাচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
দেশটির সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর পরিচ্ছন্নতাকর্মী কাজ করে, যাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More