মেসি-নেইমার-এমবাপ্পে রসায়নে পিএসজির জয়
ক্রীড়া ডেস্ক:
মেসি-নেইমার-এমবাপ্পে রসায়নে পিএসজির জয়।
লিগ ওয়ানের শেষ ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে তুলুজের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আক্রমণ ত্রয়ীর দুজন পেলেন জালের দেখা।
ম্যাচ জুড়ে চমৎকার খেলে সতীর্থদের দুটি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি। দাপুটে পারফরম্যান্সে জয়ের পথে ফিরল পিএসজি। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি আসে হুয়ান বের্নাতের কাছ থেকে।
ম্যাচের ৩৭ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাড়ানো পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার সপ্তম গোল। এছাড়া অ্যাসিস্ট করেছেন ছয়টি।
৫০ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এই গোলেও অবদান রাখেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার পাস থেকেই গোল করেছেন ফরাসি স্ট্রাইকার। ৯০ মিনিটে পিএসজিরকে তৃতীয় গোল এনে দেন বদলি নামা হুয়ান বের্নাত।
প্রথম তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচে মোনাকোর কাছে পয়েন্ট হারায় পিএসজি। এক ম্যাচ বাদেই জয়ে ফিরল ক্রিস্তফ গালতিয়েরের দল। এতে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট তুলুজের।
Related News
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেRead More
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিষিদ্ধ করেRead More