চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৫

নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম ভদু (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনায় আরও অন্তত পাঁচ জন গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শরিফুল ইসলাম ভদু জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গতকাল মঙ্গলবার গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে। এতে ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে শরিফুল ইসলাম ভদুর মৃত্যু হয়। বর্তমানে তার লাশ সীমান্তের ভারত অংশে পড়ে রয়েছে। এ সময় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়।
তাদের মধ্যে দুই জন গ্রেপ্তার এড়াতে পালিয়ে রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে এবং অপর তিনজন জেলায় আত্মগোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে নিশ্চিত হলে পরে জানানো হবে।
এদিকে মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম দুইজন গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More