নিউ ইয়র্কে লেকের পানিতে ডুবে দুই প্রবাসী বাংলাদেশির মৃ্ত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
নিউ ইয়র্কে লেকের পানিতে ডুবে দুই প্রবাসী বাংলাদেশির মৃ্ত্যু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি আফরিদ হায়দার (৩৩) ও বাছির আমীন (১৮) নিউইয়র্ক আপস্টেট Town of Bethel , White Lake পারিবারিক অবকাশকালীন সময়ে গতকাল ২৮শে আগস্ট বেলা ১টায় লেকের পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” ।
নিহতদের মধ্যে আফরিদ হায়দার বরুড়া উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইনক এর উপদেষ্টা Bellerose, Queens New York প্রবাসী রুহুল আমীন (পেড্ডা গ্রাম অধিবাসী) সাহেবের বড় মেয়ের-জামাই (৩৩) ও ছোট ছেলে বাছির আমীন (১৮)।
ঘটনাস্থলে থাকা আইন প্রয়োগকারী কর্মকর্তা, ইএমএস এবং ফায়ার ডিপার্টমেন্টের অপারেশনের এক সেনা জানান, হোয়াইট লেকের তীরের কাছাকাছি পানি থেকে এ তিনজনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া ছোট মেয়ে নাছরীন আমীন স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আফরিদ হায়দার ও বাছির আমীন এর রূহের মাগফেরাত এবং নাছরীন আমীনের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
এদিকে দুই বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More