গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার।
উত্তর-পূর্ব গ্রিসে শনিবার পাঁচটি পৃথক অভিযানে ছয় সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে রোডোপিতে ছয়জন নথিবিহীন অভিবাসীর সাথে একটি ট্রাক চালাতে দেখে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে এটি প্রকাশ পায় যে লোকটির জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার কোনো চালকের লাইসেন্স ছিল না, ডাকাতির মামলায় তার বিচার মুলতুবি ছিল।
এদিকে কমোটোনি এবং বুলগেরিয়ান সীমান্তের মধ্যবর্তী রাস্তায়, পুলিশ এমন এক ব্যক্তিকে তাড়া করেছিল। একটি গাড়িতে আরও পাঁচজন অভিবাসীকে নিয়ে যাচ্ছিল সে। এসময় পুলিশের ধাওয়ায় গাড়িটি উল্টে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া সন্দেহভাজন দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এভ্রোসে। যেখানে একজন ব্যক্তি তার ট্রাকে ৯ নথিবিহীন অভিবাসীর সাথে পাওয়া গিয়েছিল।
অন্য একজন তার গাড়িতে তিনজন অভিবাসী নিয়ে এবং তৃতীয় একজন ট্রাকে লুকিয়ে থাকা ১৪ অভিবাসীকে নিয়ে যাচ্ছিলেন।
গ্রেপ্তার এসব সন্দেহভাজহন মানবপাচারকারীকে প্রসিকিউটরের সামনে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More