Main Menu

পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একসঙ্গে করে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে যে ছবি আপলোড করা হয়েছে সে বিষয়ে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, তবুও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা করছি।

রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা তাদের বলেছি, এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।

গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি জেনেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে। এ ধরনের পতাকা তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকাসহ অন্যান্য দেশেও তারা ব্যবহার করেছে।

বাংলাদেশের পতাকা নীতিমালার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের আপত্তি থাকলে নিশ্চয়ই পাকিস্তান দূতাবাস বিষয়টি প্রত্যাহার করবে। আমরা বলেছি যে, বিষয়টি আমাদের পছন্দ না।

শনিবার বিকেলের মধ্যে ছবিটি অপসারণ করার জন্য বলা হলেও অপসারণ করা হয়নি কেন- এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাতে অফিসে নিশ্চয়ই লোকজন থাকে না।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *