Main Menu

মিশিগানে কমিশনার পদে লড়ছেন সিলেটের শাহাব

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ম্যাকম্ব কাউন্টিতে কমিশনার পদে প্রার্থী হয়েছেন ড. খাজা শাহাব আহমেদ। তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দলইমাটি গ্রামে।

জানা গেছে, আগামী ২ আগস্ট মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে ম্যাকম্ব কাউন্টিতে ভোটগ্রহণ হবে। এ কাউন্টির ডিস্ট্রিক্ট টুয়েলভে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাজা শাহাব আহমেদ।

শাহাব আহমেদের বাবা মরহুম মাওলানা খাজা আব্দুর রকিব। তিনি ১৯৭০ সাল থেকে সিলেটের কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম হিসেবে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে যান খাজা শাহাব আহমেদ। পরবর্তীতে তিনি সেখানে মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বিউটিফিকেশন কমিশনার পদে আছে শাহাব।

শাহাব আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশি আমেরিকান। সবসময় কমিউনিটির কল্যাণে কাজ করেছি, নির্বাচিত হলে আরও বেশি করে করবো। বিশেষ করে নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থা প্রভৃতির দিকে নজর থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *