প্রবাসীদের কথা মাথায় রেখে সৌদিকে সমর্থন দেবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক:
গ্লোবাল এক্সপো ২০৩০-এ সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় এই সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল-দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্লোবাল এক্সপো ২০৩০-এ সৌদি আরব বাংলাদেশের সমর্থন চায়। সৌদি বাদশাহ আমাদের চিঠি দিয়ে সমর্থন চেয়েছেন। দেশটিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় আমরা ওই নির্বাচনে সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘এতে গ্লোবাল এক্সপো-২০৩০-এর সমর্থনপ্রত্যাশী ইতালিসহ অন্য দেশ নাখোশ হলেও বাংলাদেশ সৌদি আরবের প্রতি প্রকাশ্য সমর্থন অব্যাহত রাখবে।’
চলতি বছরের মার্চে সৌদি আরব ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর বিষয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে। সৌদি আরবসহ এখন পর্যন্ত রাশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেন—এই পাঁচ দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর জন্য প্রার্থিতা ঘোষণা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার দেশের প্রতি সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More