ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত হয়েছে পর্তুগালে
প্রবাস নিউজ:
পর্তুগালের রাজধানী লিসবন শহরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত। ইউরোপের সর্ববৃহৎ জামাত হিসেবে স্বীকৃত এটি।
শনিবার (৯ জুলাই) ৮টায় লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃ মনিজ পার্ক মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।
সেখানে ঈদের নামাজে অংশ নেন- এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের ধর্মপ্রাণ প্রায় ১০ হাজার মুসল্লি।
ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। লিসবনের বাংলাদেশিদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা পাঞ্জাবিতে ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেনো বাংলাদেশের কথাই মনে করিয়ে দিলো।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তারা এ আয়োজন করতে পেরেছেন। পর্তুগালের স্থানীয় কর্তৃপক্ষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা সাড়া দিয়ে ঈদের জামাতকে সার্থক করেছেন। নামাজ শেষে বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার লিসবন জামে মসজিদের খতিব মাওলানা অধ্যাপক আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।
লিসবনের সেন্ট্রাল জামে মসজিদের আয়োজনে রোমার খেলার মাঠে দুইটি, ওধিবিলাস ঈদগাহে একটি, ওধিবিলাস জামে মসজিদে দুইটি, আমাদোরার জামে মসজিদ, রিবাইরালো বাংলাদেশি জামে মসজিদ, লংগাইরা-আলমোগরাভ, আলগ্রাবে বাঙালি অধ্যুষিত এলাকায় একটি, ওডিমিরার মিলফন্টেসের খেলার মাঠে ও জামে মসজিদে একটি, কাসকাইস বাংলাদেশি জামে মসজিদের আয়োজনে জোন্তার সামনের খোলা মাঠে একটি, কোইমব্রা জামে মসজিদে একটি ঈদের জামাতসহ পর্তুগালের বিভিন্ন শহরের আশপাশের মসজিদেও বিপুল সংখ্যক মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে ঈদ উৎসব পালন করেন।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More