শাল্লায় বন্যার্থদের মাঝে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি ঢাকার ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সেইভ শাল্লা এবং শাল্লা সমিতি ঢাকার উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ জুন সকাল ৮ থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৪ টি ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়।
জানা যায়, তাদের নিজস্ব তহবিল ও মানবিক আবেদনে সারা দিয়ে দেশী বিদেশী বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রদত্ত অর্থ সহায়তায় প্রায় এক হাজার পরিবারকে শুকনা খাবার ও রান্নার বিভিন্না সামগ্রী বিতরন করা হয়।
৪ নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজার, কাদিরপুর, সেননগর, দূর্লভপুর, পাড়াখালী, শহদেবপাশা, দামপুর, নোয়াগাও ও কান্দিগাও।
৩ নং বাহাড়া ইউনিয়নে মেঘনাপাড়া, গুচ্ছ গ্রাম হরিপুর।
২ নং হবিবপুর ইউনিয়নে আন্দপুর, নিয়ামতপুর, শাসখাই, সরসপুর।
১ নং আটগাও ইউনিয়নে আটগাও, সরমা গ্রামের বিভিন্না আশ্রয় কেন্দ্র এবং পানি বন্দি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় সেইভ শাল্লা ফাউন্ডেশনের সভাপতি ও শাল্লা সমিতির উপদেষ্টা ডাক্তার আবুল কালাম চৌধুরী প্রতিটি গ্রামের মানুষের এই দূর্দশা দেখে আবেগপ্লুত কন্ঠে বলেন আমরা এখন পর্যন্ত ২০০০ পেকেট এান বিতরণ করছি পরে আরো বেশি এান দেওয়া চিন্তা আছে শাল্লার যে কোন দূর্যোগে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি, ঢাকা গণমানুষের পাশে থেকে তাদের সহায়তা প্রদান করে। তাছাড়া দেশের অন্যান্য স্থান থেকে শাল্লায় যারা ত্রাণ বিতরণ করতে আসে তাদের নৌকা সহায়তা ও সেচ্ছাসেবী হিসাবে কাজ করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য সেইভ শাল্লা ২০১৭ সালে শাল্লায় অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলে সেইভ শাল্লা কলেজের সকল শিক্ষার্থীদের ভর্তি ফি র টাকা নিজ তহবিল থেকে প্রদান করে এলাকাবাসীর সৃষ্ট আকর্ষণ। ত্রাণ কাজে অর্থ সহায়তা কারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সেই সাথে সেচ্ছাসেবীসের ধন্যবাদ জানানো হয়
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More