যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি নারী কিউসি সুলতানা
নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার কিউসি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটেনে। তিনি ব্রিটেনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি কিউসি হিসেবে নিয়োগ পেলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার। —ছবি: সংগৃহীত
ব্রিটিশ রানীর পরামর্শে ১০১ জন কুইন্স কাউন্সেল বা কিউসির তালিকা প্রকাশ করা হয় ২২ ডিসেম্বর। এতে সুলতানা রয়েছেন। লর্ড চ্যান্সেলর ডোমেনিক রাব এই নিয়োগ দেন।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ সুলতানা তাপাদারের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তার বাবার নাম শাহাবুদ্দিন তাপাদার। সুলতানার নিয়োগে লন্ডনের বাঙ্গালি কমিউনিটি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, এই নিয়োগ বাংলাদেশিদের ব্রিটেনের মূলধারায় এগিয়ে যাওয়ার পথে আরেক ধাপ ইতিবাচক পথ তৈরি হলো।
সুলতানা আপিল আদালতে ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলে এবং কর্পোরেট আইনে বিশেষভাবে অভিজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। কাউন্টার টেররিজম ও জাতীয় নিরাপত্তা নিয়েও তিনি কাজ করেছেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More