ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন, সম্পাদক মাহবুব
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার এবং সাধারন সম্পাদক মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছে।
ডেনমার্ক আওয়ামী লীগকে আরো গতিশীল করার লক্ষে কোপেনহেগেনের একটি হল রুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব ।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সাধারাণ সম্পাদক মাহাবুবুর রাহমানের পরিচালনায় এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ শরীফ।
সম্মেলনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী,জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরল আহসান, মাল্টা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান, নরওয়ের সহ সভাপতি মো: মোস্তাফিজুর রহমান,গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, ফ্রিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান,জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী,স্পেনের সাধারণ সম্পাদক রিজভী আলম, সুইডেন আওয়ামী লীগ নেতা হেদাযয়েতুল ইসলাম শেলীসহ আরো অনেকে।
এ সময় নেতৃবৃন্দ বলেন দলীয় প্রধান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে জয় লাভ করতে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। রাষ্টনায়ক শেখ হাসিনার কারনে আজ দেশ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া,ইউরোপের ন্যায় দেশ আধুনিকায়ন হচ্ছে। পদ্মা সেতুর কারনে বিশ্বে আজ শেখ হাসিনার বাংলাদেশ অনন্য উচ্চতায় পরিচিতি লাভ করেছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বাবু সুভাষ ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়া শামীমের পরিচালনায় কাউন্সিলরদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোকন মজুমদার সভাপতি ও বর্তমান সাধারাণ সম্পাদক মাহাবুবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সম্মেলনে নিবার্চন কমিশনের আহবায়ক ছিলেন রাফায়েতুল হক মিঠু ও সদস্য সচিব নাছির উদ্দিন সরকার।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More