সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধান প্রকৌশলী

নিউজ ডেস্ক:
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ স্টেশনটি চালু করতে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেট, পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ শুক্রবার সারা দিন কাজ করে বন্যাকবলিত হওয়া ঠেকাতে প্রতিরক্ষা বাঁধ তৈরী করেছেন। তারা স্টেশনটি ভেতর থেকে বন্যার জমে থাকা পানি নিষ্কাশন করেছেন। এর প্রেক্ষিতে স্টেশনটির প্রধান প্রকৌশলী আব্দুল হক জানান, ইতোমধ্যে গ্যাস টার্বাইন চালু হয়েছে, মেয়র মহোদয়, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেট এবং প্রশাসনের সহায়তায় আমরা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং বন্যার পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে সিলেটে সিলেটে বিদ্যুৎ সরবরাহ খুব শীর্ঘই স্বাভাবিক হয়ে যাবে।
উল্লেখ্য, কুমারগাঁও বিদ্যুৎ স্টেশন থেকে ন্যাশনাল পাওয়ার গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখানে সরবরাহ বন্ধ হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দেবে। পাশাপাশি সিলেট অঞ্চল পুরোটা বিদ্যুৎবিহীন হয়ে পড়ার শংকা দেখা দেবে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More