আ.লীগ-বিএনপির সংঘর্ষ

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
সোমবার দুপুরের দিকে কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দুপুর ১২ টার দিকে কানাইঘাট উপজেলা বিএনপি পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এসময় হঠাৎ ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির মিছিলে হামলার চেষ্টা করলে বিএনপি নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে বিকেলের দিকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল দিয়ে বিএনপির কানাইঘাট পূর্ব বাজারের অফিসে ভাংচুর চালায়।
আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান জানান, বিএনপির মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষা স্লোগান দিচ্ছিল। এসময় আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মীরা আহত হন।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More