Main Menu

যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহাম বরো’র মেয়র নির্বাচিত সিলেটের ফারুক চৌধুরী

নিউজ ডেস্ক:
সিলেট শহরের হাউজিং এষ্টেট এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বৃটিশ বাংলাদেশী ফারুক আহমদ চৌধুরী গত ৫ মে যুক্তরাজ্যের বিভিন্ন বারার কাউন্সিল নির্বাচনে লেবারপার্টি থেকে লন্ডনের লংব্রীজ ওয়ার্ড বার্কিং এন্ড ডেগেনহাম বরো এ তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
পরবর্তীতে শুক্রবার(২৭ মে) বার্কিং এন্ড ডেগেনহাম বরোর প্রথম বাঙ্গালী মেয়র হিসাবে নির্বাচিত হন কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী।
দেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ফারুক আহমদ চৌধুরী একসময় দেশে থাকাকালীন স্বনামধন্য ক্রীড়া সংগঠন ছিলেন।
তাঁর অন্যান্য ভাইরা হলেন প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী এবং সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।
ফারুক আহমদ চৌধুরী গত মেয়াদগুলোতে কাউন্সিলর থাকাকালীন বৃটিশ বংশোদ্ভূত বাঙ্গালীদের কল্যাণে প্রচুর কাজ করেছেন।তাই অত্র ওয়ার্ডের জনগণ তাঁকে নিয়ে গর্ববোধ করেন।
এখানে উল্লেখ্য মেয়র ফারুক আহমদ চৌধুরীর বড় ভাই প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ চৌধুরীর একমাত্র কন্যা নাশিথা চৌধুরী মায়েসভ্রুক ওয়ার্ড বার্কিং এন্ড ডেগেনহাম বরো থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *