ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা
ইসলাম ডেস্ক:
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার রাতে এশার নামাজের ওয়াক্তে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মসজিদগুলোতে এশার নামাজের পর তারাবির নামাজ পড়া হয়। এরপরই শুরু হয় কদরের নফল ইবাদত।
রাজধানীর শাহবাগ চাঁদ মসজিদের খাদেম বেলাল বলেন, আজ আল্লাহকে ডাকার রাত। এ রাতে যত আল্লাহকে ডাকা যাবে, তত বান্দার ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। তারাবির নামাজ শেষে ইমাম সাহেব বয়ান করছেন।
মসজিদে মসজিদে নফল নামাজের পাশাপাশি জিকির, কোরআন তেলাওয়াত করছেন মুসল্লিরা।
শবে কদর বা লায়লাতুল কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম রাত। অর্থাৎ এ রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।
রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।
পবিত্র এ রজনীতে মুসল্লিদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More