কানাডার ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা
বিদেশবার্তা২৪ ডেস্ক:
আসছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে কানাডার ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আয়োজন করা হয় ঈদ মেলার। মেলা থেকে ঈদের কেনাকাটা শেষ করেছেন স্থানীয় প্রবাসীরা।
মেলায় শাড়ি, জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন পোশাকের স্টল দেওয়া হয়। নারীদের পোশাকের পাশাপাশি ছিল ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া। ছোট বাচ্চাদের জন্য ছিল আলাদা কর্নার। এছাড়া মেলায় ইফতারির সুব্যবস্থাও ছিল।
করোনার কারণে দীর্ঘ ২ বছর পর নতুন করে মেলা আয়োজন করা হয়। মেলায় এসে কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ছিল ছাড়ের ব্যবস্থা।
ঈদ মেলার আয়োজক আসিফ হোসেন জানান, এই মেলার মূল লক্ষ্য এখানে থেকে যেন সবাই পছন্দের পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই কিনতে পারেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক মেলায় স্থান পেয়েছে।
তিনি জানান, এ ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা নয়, যান্ত্রিক প্রবাস জীবনে একে অপরের সঙ্গে দেখা হওয়ারও সুযোগ করে দেয়।
উল্লেখ্য, পরিবারের সদস্যদের উপহার দিয়ে ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More