গ্রিসে অভিবাসী চোরাকারবারি চক্রের ৪ সদস্য আটক
বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রিসের রোডস আইল্যান্ডে চোরাকারবারি সন্দেহে ৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতরা লেবানন, সিরিয়া এবং মিসরের নাগরিক।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোরর খবরে বলা হচ্ছে, এই মানবপাচার নেটওয়ার্কে যুক্ত থাকা আরও তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা অভিবাসীদের সমুদ্র তীর থেকে তুলে গাড়িতে করে হোটেলে নিয়ে যায়। পরে অন্য আরেকজনের চুরি করা তথ্য বা ডকুমেন্ট দিয়ে তাদের ইউরোপীয়ান দেশে পাঠিয়ে আসছিল। যাতে তারা চলতে পারে।
গ্রিস পুলিশ জানায়, এই গ্রুপটি তুর্কিতে থাকা স্মাগলারদের সাহায্য করছিল। এর আগেই অনলাইনে সক্রিয় এক গ্রুপটিকে ভেঙে ফেলার দাবি করেছিল গ্রিস কর্তৃপক্ষ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপীয়ান পুলিশ এজেন্সি ইউরোপোল এই অভিবাসী স্মাগলিং বন্ধ করতে গ্রিস এবং জার্মান পুলিশ সাথে কাজ করতে সম্মত হয়।
এদিকে এই অপারেশন চলাকালে জার্মান কর্তৃপক্ষ সন্দেহযুক্ত কয়েকটি বাড়িতে অপারেশন চালায়। এরপর মূল সন্দেহভাজনের বাড়িতে কিছু নথি এবং আইডি পাওয়া যায়। সে অনুযায়ী মনে করা হচ্ছে গ্রুপটি সিরিয়ান জাতীয়তার।
সূত্র: শেনজেন ভিসা ইনফোনিউজ।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More