Main Menu

বিয়ের আসরে ভেঙে পড়ল নবদম্পতির মঞ্চ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়ে মানে ঘটনার ঘনঘটা। তবে ঘটনা নয়, দুর্ঘটনা ঘটিয়েই নতুন জীবন শুরু করলেন এই নবদম্পতি।

সাতপাকে বাঁধা পড়ার আগে একযোগে বিপাকে পড়লেন তারা। বিয়ের ঠিক আগেই ১২ ফুট উচ্চতার ঝুলন্ত মঞ্চ থেকে মূল মঞ্চে পড়লেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে শনিবার এই ঘটনা ঘটে।

নতুন জীবনে প্রবেশের বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হবু দম্পতি। ঠিক ছিল বিয়ের পিঁড়িতে বসার আগে তারা মঞ্চে সিনেমার নায়ক-নায়িকার মতো ‘এন্ট্রি’ নেবেন। আর শূন্যে ভাসমান একটি মঞ্চে চড়ে মূল মঞ্চে প্রবেশ করবেন তারা।

কিন্তু মোক্ষম মুহূর্তে ঘটে বিপত্তি। হবু দম্পতিকে নিয়ে ওই ঝুলন্ত মঞ্চটি যখন মূল মঞ্চ থেকে প্রায় ১২ ফুট উপর উঠে তখনই যান্ত্রিক গোলযোগে ছিঁড়ে যায়।

বিয়ের পোশাকে সুসজ্জিত দম্পতিকে ছিটকে পড়তে দেখা যায় সেখান থেকে।

ওই সময়কার ভিডিওতে দেখা গেছে, ঝুলন্ত মঞ্চ উপরে উঠা শুরু করতেই তার দু’পাশে রাখা বাজি থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করেছিল।

নীচে মঞ্চে নাচছিলেন কয়েকজনপেশাদার নৃত্যু শিল্পী। বাজির আগুনের ফুলকি বেরোচ্ছিল তাদের আশপাশেও। এর মধ্যেই দোলনাটি ভেঙে নীচে পড়েন হবু দম্পতি। বড় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়রা।

তবে দুর্ঘটনায় সামান্যই আঘাত লেগেছে হবু দম্পতির। প্রাথমিক চিকিৎসার পর আধঘণ্টার মধ্যেই বিয়েও করেন তারা।

বিয়ের আয়োজনে দায়িত্বে থাকা সংস্থা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ওই সংস্থার এক কর্মী জানান, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *