করোনাকালে মেয়াদোত্তীর্ণ ভিসার নবায়ন চার্জ মওকুফ করবে অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক:
মহামারী চলাকালীন মেয়াদোত্তীর্ণ ভিসার নবায়ন চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ট্যুরিস্ট ভিসা মার্চের ২০ তারিখ থেকে ২০২০ থেকে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে সেসব ভিসা নবায়নে কোন চার্জ নেওয়া হবে না।
ট্যুরিস্ট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ভিসার আবেদন অনলাইনে এবং পেমেন্টও সহজে ইলেকট্রনিক মাধ্যমে করা যাবে। তবে আবেদনকারীর অনুমতি নিয়ে থার্ড পার্টি যেমন ট্রাভেল এজেন্ট ও আবেদন করতে পারবে।
ট্যুরিজম অস্ট্রেলিয়ার কান্ট্রি ম্যানেজার নিশান্ত কাশিকর জানায়, ‘এখানে এরকম প্রায় ৪ লাখ আবেদনকারী রয়েছে। ট্যুরিজম অস্ট্রেলিয়া ১ বছরের মধ্যে (মার্চ ২০২৩ এর মধ্যে) মহামারির আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছে। আমরা মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই থেকে ফ্লাইট শুরু করতে এবং কান্টাস ভারতের নতুন শহরগুলো থেকে রুট যোগ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More