দুই দশকে সর্বোচ্চ অভিবাসী সীমান্তে, নতুন চ্যালেঞ্জের মুখে বাইডেন
নিউজ ডেস্ক:
চলতি বছরের মার্চ মাসে বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী মেক্সিকো বর্ডার ক্রস করার চেষ্টা করে। এসময় ২ লাখ ১০ হাজার আশ্রয়প্রার্থীকে আটক করেছে যুক্তরাষ্ট্র।
সামনের মাসগুলোতে এটি বাইডেনের জন্য একটি চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। রিপোর্ট রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এ সময়ের তুলনায় এবার অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২৪ শতাংশ বেড়েছে। বর্ডার থেকে ১লাখ ৬৯ হাজার অভিবাসী তুলে নেওয়ার পর এবং আশ্রয় কেন্দ্রে হাজার হাজার অভিভাবকহীন শিশু আটকে রাখার পর এ অভিবাসী সংখ্যা বাড়তে থাকে।
বাইডেন ২০২১ এ সরকার গঠন করার পর ট্রাম্পের অভিবাসী সম্পর্কিত অনেক কঠোর আইন তুলে দেয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বহুসংখ্যক অভিবাসী বর্ডার অতিক্রমের চেষ্টা করায় অভিবাসন নিয়ে আবার ট্রাম্প নীতিতে ফিরে যায় বাইডেন প্রশাসন।
রিপাবলিকান যারা আশা করছে, নভেম্বরে সরকার গঠন করতে পারবে তারা মনে করে বাইডেন প্রশাসনের এ রোলব্যাক অভিবাসনকে আরও উৎসাহিত করেছে।
আসছে ২৩ মে’র মধ্যে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা মহামারী সময়ের সীমান্ত আইন তুলে দেবে। এতে অভিবাসন প্রত্যাশীর ঢল আরও বাড়তে পারে বল মনে করছেন বাইডেন প্রশাসন কর্মকর্তারা।
সম্প্রতি বর্ডারে আসা অভিবাসীদের অধিকাংশরাই মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস, এল-সালভাদর জাতীয়তার। এছাড়া ইউক্রেন এবং রাশিয়া থেকেও ক্রমবর্ধমান হারে অভিবাসী আসছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র বর্ডার কর্মকর্তারা সামনের সপ্তাহগুলোতে প্রতিদিন ১৮ হাজার অভিবাসী আসবে বলে ধারণা করছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
শুক্রবার রাতে পাবলিক এ্যান্ড কোর্ট ফিলিং এর দেওয়া ফিগার অনুযায়ী এবছর মার্চে ২লাখ ১০ হাজার জন অভিবাসী বর্ডার অতিক্রম করেছে। বিগত ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড।
এছাড়া দক্ষিণ বর্ডারে ভিসা কিংবা কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে ১১০০ অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে। কিন্তু তাদের অর্ধেকরও বেশিরভাগকে বহিষ্কার করা হয়েছে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More