Main Menu

লেবাননকে সহযোগিতা করতে আগ্রহী সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:
কঠিন বিপর্যয়ের মুখে পড়া মধ্যপ্রাচ্যের একসময়ের সমৃদ্ধিশালী দেশ লেবাননকে সহায়তার আশ্বাস দিয়েছে সৌদি আরব। তিন বছর ধরে চলমান আর্থিক মন্দা থেকে কাটিয়ে উঠতে লেবানন ও দেশটির মানুষকে সাহায্য করবে সৌদি সরকার।

বুধবার বাবদা প্রাসাদে লেবানন প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে দেখা করার পর এ মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি।

লেবানিজ প্রেসিডেন্টে আউনের সাথে হওয়া সাক্ষাতের পর সৌদি-ফ্রেন্স ফান্ডের কার্যকারিতা সম্পর্কে ব্রিফ করেন বুখারি।

তিনি জানান, সৌদি-ফ্রান্স ফান্ড থেকে অসহায়দের সহায়তা এবং লেবাননের উন্নয়নে স্থিতিশীলতা আনার পরিকল্পনাও রয়েছে।

মিটিং লেবানন-সৌদি দ্বীপাক্ষিক সম্পর্ক এবং এর বিকাশের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

বিগত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় কিংডমের এ্যামবাসাডর লেবাননে ফিরে আসার ঘোষণা দেন।

এদিকে অখ্যাত ‘হেয়ারকাট’ (সম্পদের মূল্যহ্রাস) নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশটির সরকারি বন্ডহোল্ডারদের যে ব্যাপক পরিমাণে ক্ষতি করা হয়েছে, এ সংকটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে লেবানন আইএমএফের সঙ্গে ১৩০ মিলিয়ন ডলারেরও বেশি ইউরোপীয় একটি বেল আউট নিয়ে আলোচনা করছে।

অর্থনৈতিক সংকট কাটানোর পাশাপাশি বাজেট ঘাটতি কমাতে লেবানন এথেন্সের দৃশ্যকল্পের প্রতিলিপি অনুসরণ করে কঠোর পদক্ষেপ নিয়েছে। যেমন বেতন কাটা। আর সব ক্ষতির মধ্যে এই একটি পদক্ষেপই দেশটির লাখো মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *