সৌদিতে এক সপ্তাহে প্রায় ৪ হাজার ভিক্ষুক আটক
নিউজ ডেস্ক:
সৌদি আরবে এক সপ্তাহে অভিযান চালিয়ে অন্তত ৩ হাজার ৭১৯ ভিক্ষুককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
পাবলিক প্রসিকিউশন কর্মকর্তারা গ্রেপ্তারকৃত ভিক্ষুকদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা তদন্ত করছেন। খবর সৌদি গেজেটের
পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট টুইট বার্তায় ভিক্ষাবৃত্তিকে আর্থিক জালিয়াতি এবং অবৈধ উপার্জনের অন্যতম পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন। তিনি ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকা ব্যক্তিদের সতর্ক করেছেন।
পাবলিক সিকিউরিটি জোর দিয়েছিল যে, ভিক্ষা করলে কোনো অজুহাতেই ছাড় দেয়া হবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ।
যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত বা ভিক্ষুকদের সহায়তা করছে তাদের তথ্য দিয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলেছেন যে, দুই মাস আগে কার্যকর হওয়া নতুন ভিক্ষুক বিরোধী আইন অনুসারে সামাজিক মাধ্যমে অর্থ ভিক্ষা করাও নিষিদ্ধ করা হয়েছে।
আইনে বলা হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষুকদের গ্রেপ্তার করার জন্য এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।
পাবলিক প্রসিকিউশন আইনে উল্লিখিত লঙ্ঘনের তদন্ত করবে এবং উপযুক্ত আদালতে মামলা দায়ের করবে।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More