Main Menu

ট্রুডোর এবারের মন্ত্রিসভায় অর্ধেক নারী

নিউজ ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ২৬ অক্টোবর শপথ নেয়। অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়। এবারের মন্ত্রিসভায় জাস্টিন ট্রুডো ছাড়া যে ৩৮ জন স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে ১৯ জনই নারী।

২০১৫ সাল থেকে ট্রুডো বলে আসছেন, তিনি কানাডায় নারী-পুরুষের লিঙ্গগত বৈষম্য দূর করবেন। নতুন মন্ত্রিসভায় তাঁর সেই কথার প্রতিফলন লক্ষণীয়।

ট্রুডোর মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নারীরা। যেমন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে কাজ করবেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অনিতা আনন্দ।

লিঙ্গগত সমতার পাশাপাশি নতুন মন্ত্রিসভায় বিভিন্ন বর্ণ-গোত্রের সদস্যদের রাখা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ভিজিবল মাইনরিটি (যাদের গায়ের রং সাদা নয়) রয়েছেন আটজন। কানাডার মোট জনসংখ্যার ২২ শতাংশ ভিজিবল মাইনরিটি।

মন্ত্রিসভায় আছেন একজন আদিবাসী। কানাডার মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ শতাংশ আদিবাসী। ৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে এলজিবিটিকিউ২এস কমিউনিটি থেকে।

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুজন মুসলমান। তাঁরা হলেন ওমর আলগাবরা, যিনি সিরিয়ান বংশোদ্ভূত। অপরজন আফ্রিকান বংশোদ্ভূত আহমেদ হুসাইন।

ভারতীয়-পাঞ্জাবি বংশোদ্ভূত তিনজন মন্ত্রিসভায় রয়েছেন।

ট্রুডোর মন্ত্রিসভার তালিকা

প্রধানমন্ত্রী: জাস্টিন ট্রুডো
উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী: ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
স্বাস্থ্যমন্ত্রী: জিন-ইভেস ডুকলোস
পররাষ্ট্রমন্ত্রী: মেলানি জোলি
কৃষি ও কৃষিখাদ্যমন্ত্রী: মারি-ক্লদ বিবেউ
পরিবহনমন্ত্রী: ওমর আলগাবরা
প্রতিরক্ষামন্ত্রী: অনিতা আনন্দ
মানসিক স্বাস্থ্য, আসক্তি, স্বাস্থ্য সহযোগীমন্ত্রী: ক্যারোলিন বেনেট
জরুরি প্রস্তুতিবিষয়ক মন্ত্রী: বিল ব্লেয়ার
পর্যটন ও অর্থমন্ত্রী: র‌্যান্ডি বোয়সনল্ট
উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী: ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন

ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট: মোনা ফোর্টিয়ার
অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্বমন্ত্রী: শন ফ্রেজার
পরিবার, শিশু ও সামাজিক উন্নয়নমন্ত্রী: কারিনা গোল্ড
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী: স্টিভেন গিলবল্ট
আদিবাসী পরিষেবা ও উত্তর অন্টারিও ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: প্যাটি হাজদু
হাউস অব কমন্সে সরকারের নেতা: মার্ক হল্যান্ড
আবাসন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমন্ত্রী: আহমেদ হুসেন
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী: গুডি হাচিংস
নারী, লিঙ্গসমতা ও যুবমন্ত্রী: মার্সি আইন

দক্ষিণ অন্টারিও জন্য ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: হেলেনা জ্যাকজেকের
সিনিয়র মন্ত্রী: কমল খেরা
বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল: ডেভিড ল্যামেটি
আন্তসরকার, অবকাঠামো ও সম্প্রদায়মন্ত্রী: ডমিনিক লেব্লাঙ্ক
জাতীয় রাজস্বমন্ত্রী: ডায়ান লেবুথিলিয়ার
ভেটেরান্স ও জাতীয় প্রতিরক্ষার সহযোগীমন্ত্রী: লরেন্স ম্যাকওলে
জননিরাপত্তামন্ত্রী: মার্কো মেন্ডিসিনো
ক্রাউন-আদিবাসী সম্পর্কমন্ত্রী: মার্ক মিলার
মৎস্য, মহাসাগর ও কানাডিয়ান কোস্ট গার্ড: জয়েস মারে

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী: মেরি এনজি
শ্রমমন্ত্রী: রেগান জুনিয়র
সরকারি ভাষা ও আটলান্টিক কানাডা সুযোগ সংস্থামন্ত্রী: জিনেট পেটিটপাস টেলর
কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমন্ত্রী: কার্লা কোয়ালট্রো
কানাডিয়ান হেরিটেজ ও কুইবেক–বিষয়ক মন্ত্রী: লেফটেন্যান্ট পাবলো রদ্রিগেজ
আন্তর্জাতিক উন্নয়ন ও কানাডার প্যাসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সিমন্ত্রী: হারজিত সজ্জন
ক্রীড়া ও কুইবেক প্যাস্কেল সেন্ট-ওঞ্জ অঞ্চলের জন্য কানাডার অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: পাসকেল সেন্ট-অনগে
পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্টমন্ত্রী: ফিলোমেনা তাসি
উত্তরবিষয়ক মন্ত্রী, কানাডিয়ান নর্দান ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী: ড্যান ভ্যান্ডাল
প্রাকৃতিক সম্পদমন্ত্রী: জনাথন উইলকিনসন






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *