সিলেট দরগাহ গেইটে কাপড়ের দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি
নিউজ ডেস্ক:
সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় ‘বেবি গার্ডেন’ নামের শিশুপণ্যের একটি অভিজাত দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল।
মঙ্গলবার সকালে নগরের পূর্ব দরগাহ গেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে নগরের পূর্ব দরগাহ গেটের ‘বেবি গার্ডেন’ নামের দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। শিশুপণ্য ও কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বেবি গার্ডেনের ম্যানেজার মো. শাহরিয়ার জানান, আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মীর নজরে আসে। পরে দোকানের ওপরে থাকা স্টাফদের ডেকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে একাধিক দল ঘটনাস্থলে আসে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকানটিতে শিশুদের কাপড় ও খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিস ছিল।
সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More