Main Menu

শেখ মোঃ তাহির উল্লাহ ট্রাষ্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: 

প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নিউপোর্ট শাখার সভাপতি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহ প্রতিষ্ঠিত ট্রাষ্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিশ্বনাথের মুফতিরগাওয়ে শেখ মোঃ আমির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সিলেট-২ আসানের সাবেক এম.পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরই প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নিউপোর্ট শাখার সভাপতি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহ প্রতিষ্ঠিত ট্রাষ্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এভাবে সকল প্রবাসীদেরকে নিজ নিজ এলাকার গরিব অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। দুখি মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যেতে হবে। তিনি আলহাজ্ব শেখ মোঃ তাহির উল্লাহকে অভিনন্দন জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রেখে আরও সম্প্রসারনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, ছাত্রলীগ নেতা জাকির হোসেন।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়্যুম। অনুষ্ঠানে ৮৫০ পরিবারের মধ্যে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *