মসজিদের ভেতরেই আত্মহত্যা করলেন ইমাম
নিউজ ডেস্ক:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মসজিদের ভেতর থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। নিহত ইমামের নাম মো. ফেরদৌস ইসলাম (৩০)। তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ইমাম ফেরদৌসকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি বলেন, মরদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More