Main Menu

যুক্তরাষ্ট্রে এসকে সিনহার তিনতলা বাড়ি!

নিউজ ডেস্ক:
বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) মালিকানায় যুক্তরাষ্ট্রে তিনতলা একটি বাড়ির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্রও দুদকের হাতে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, এস কে সিনহার বিরুদ্ধে অনুসন্ধান চলা অবস্থায় তার বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক দেশে তার সম্পদের তথ্যের জন্য চিঠি দেয় অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। তার চিঠির জবাবে আমেরিকা থেকে এস, কে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক।
দুদক সূত্র জানায়, ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার করে এস কে সিনহা বাড়ি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণ পাওয়া গেছে। সূত্র: যুগান্তার






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *