বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩
বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের রাত্রিকালীন অভিযানে চোরসহ ৩ আসামী কে গ্রেফতার করে কোর্ট মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
১২ মার্চ মধ্যরাতে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নির্দেশনায় এসআই সঞ্জয় সিকদার, এসআই সবুজ কুমার নাইডু, এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চুরি মামলার পলাতক আসামী আমির হোসেন(৩৩) পিতা: সঞ্জব আলী, গ্রাম সাগর দিঘি পশ্চিম পাড়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শ্রীকান্ত বৈষ্ণব(৪৮) পিতা: রতন বৈষ্ণব, গ্রাম করচা এবং ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামী রমজান মিয়া(২০) পিতা: মোঃ জহুর আলী গ্রাম আমানউল্লাহপুর, থানা লাখাই, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ১৩ মার্চ আদালতে প্রেরন করা হলে আদালত থেকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More