নিউ জার্সিতে প্রথম বাংলাদেশি হিসেবে সুপিরিয়র কোর্টের বিচারক রাহাত
নিউজ ডেস্ক:
নিউ জার্সিতে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে মনোনীত হতে যাচ্ছেন রাহাত এন. বাবর।
গভর্নমেন্ট ফিল মারফি সোমবার ১৫টি বিচার বিভাগীয় মনোনয়ন জমা দেবেন, যার মধ্যে প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং প্রথম মুসলিম আমেরিকান মহিলা যিনি হিজাব পরিধান করে নিউ জার্সির সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে কাজ করার জন্য বেঞ্চে ছিলেন সংখ্যালঘু বিচার প্রার্থী।
বাংলাদেশি-আমেরিকান রাহাত এন. বাবর, একজন প্রাক্তন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। যিনি গভর্নরের অফিসের জন্য সমস্ত হাই-প্রোফাইল মামলা তত্ত্বাবধান করেন, মার্সার কাউন্টির একটি আসনে মনোনীত হবেন৷
বাবর অ্যাটর্নি জেনারেল ক্রিস্টোফার পোরিনোর বিশেষ সহকারী এবং অ্যাটর্নি জেনারেল গুরবীর গ্রেওয়ালের অধীনে কমিউনিটি এনগেজমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
তিনি টেম্পল ইউনিভার্সিটি বিসলে স্কুল অফ ল-এর প্রাক্তন অ্যাডজাক্ট প্রফেসর এবং ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাইরন স্টিলের আইন কেরানি হিসাবেও। সূত্র: প্রবাস জার্নাল
Related News
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


