Main Menu

প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে এসে বিয়ের পিড়িতে বসলেন তরুণী

নিউজ ডেস্ক:
প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে এসেছেন আয়েশা ওজতেকিন নামের এক তরুণী। শুধু আসাই নয়, প্রেমিক হুমায়ুনকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ খবরে ওই বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ।

বর হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। কনে আয়েশা ওজতেকিন আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালের প্রধান হিসাবরক্ষক।

২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুর কবির। পরে ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালে চাকরির সুবাদে আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

তুরস্কের নাগরিক আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এ সম্পর্কে রাজি ছিলেন না। তবে ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’

বর হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না তাই সাবটাইটেল দিয়ে দেখে। বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ। আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য।’

হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, এরইমধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছেন। তারা যদি সংসার জীবনে সুখী হয় তাহলে আমরা খুশি থাকবো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *