ইতালির বন্দরে ২৪৭ অভিবাসনপ্রত্যাশী
নিউজ ডেস্ক:
সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করার প্রায় এক সপ্তাহ পর ইতালির সিসিলিতে নামানো হলো প্রায় আড়াইশ অভিবাসনপ্রত্যাশীকে৷
বেসরকারি উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং গত সপ্তাহে পাঁচটি আলাদা অভিযানে ভূমধ্যসাগর থেকে ২৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷
শনিবার বিকেলে উদ্ধারকৃত এ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির সিসিলির দ্বীপের পাজ্জালো বন্দরে ভিড়ে জাহাজটি৷ উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নামানো হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের
জানা গেছে, উদ্ধার অভিযানের পর বন্দরে ভিড়ার অনুমতি চেয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে ভাসছিল জাহাজটি৷ উদ্ধারকৃতদের মধ্যে ১০ থেকে ১২ জন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে জানা গেছে৷
এদিকে, বেসরকারি উদ্ধারকারী আরেক জাহাজ সি-ওয়াচ ৪ শনিবার দুটি আলাদা অভিযানে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকা থেকে ১২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে বিপদাপন্ন অবস্থায় একটি নৌকা ভাসছে- শনিবার সকালে এমন খবর পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে যায় সি-ওয়াচ ৪৷ সেসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌকায় ভাসতে থাকা ১২১ জনকে উদ্ধার করে জাহাজটি৷ পরে আরেক অভিযানে আরো আটজন অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে সি-ওয়াচ৷
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়তই বাড়ছে৷
তবে ভূমধ্যসাগর হয়ে অভিবাসনের এ পথটি অত্যন্ত বিপজ্জনক৷ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম-এর হিসেব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১৫১ জন নিহত হয়েছেন৷ ২০২১ সালে ওই সংখ্যা ছিল ২,০৪৮ জন৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More