ইতালিতে প্রতি তিনজন বিদেশির মধ্যে একজন গরিব
নিউজ ডেস্ক:
একটি গবেষণায় দেখা গেছে ইতালিতে জন্ম নেয়া মানুষের চেয়ে বিদেশিরা গরিব৷ করোনা মহামারির কারণে অভিবাসীরাও ভয়াবহভাবে দারিদ্যের মুখোমুখি হচ্ছে বলে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে৷
ইনিশিয়েটিভস অ্যান্ড স্টাডিজ অন মাল্টি-এথনিসিটি ফাউন্ডেশন আইএসএমইউ এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন এর মূল বক্তব্য হল ইতালীয়দের তুলনায় বিদেশিরা বেশি গরিব এবং বেকার৷ ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত অভিবাসন বিষয়ক এই প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে বেকারত্বের হার ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেড়েছে৷
ইতালির বিদেশিদের মধ্যে ২৯.৩ শতাংশ দারিদ্র্যের মধ্যে বাস করছে৷ অন্যদিকে, ইতালীয়দের মধ্যে এই হার ৭.৫ শতাংশ৷ ২০১৯ সালে ২৪.৪ শতাংশ বিদেশি পরিবার দারিদ্র্যের মধ্যে বসবাস করত, ২০২০ সালে সেটা দাঁড়িয়েছিল ২৬.৭ শতাংশে৷ ২০২১ সালের জানুয়ারিতে ইতালিতে নথিভুক্ত বিদেশির সংখ্যা ছিল ৫৭ লাখ ৫৬ হাজার৷ অবৈধ অভিবাসীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার৷ ইতালির মোট জনসংখ্যার ১০ ভাগ এখন বিদেশি বলে জানিয়েছে আইএসএমইউ৷
রিপোর্টে বলা হয়েছে ২০১৮-২০১৯ এর তুলনায় করোনাকালে অভিবাসীদের মৃত্যুর হার ২৩ ভাগ বেড়েছে৷ করোনার ইতালীয়দের তুলনায় বিদেশিরা বেশি ভুক্তভোগী৷ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে,করোনায় অসুস্থ এবং মৃত্যুর হার অভিবাসীদের মধ্যে বেশি৷ এর মূল কারণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং কাজ করা৷
২০২০ সালে ইতালির দক্ষ জনশক্তির ১০.৮ ভাগ বিদেশি নাগরিক ছিল৷ বিদেশি উদ্যোক্তাদের সংখ্যা বাড়লেও বেশিরভাগ বিদেশি শ্রমিক ইতালীয়দের তুলনায় অনেক কম পারিশ্রমিকে কাজ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে৷
ইতালিতে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১১ লাখ ৩৮ হাজার রুমানিয়ান, এরপর আলবেনীয় ৪ লাখ ১০ হাজার এবং মরোক্কোর নাগরিক ৪ লাখ ৮ হাজার৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More