অভিবাসীদের স্বাস্থ্য ও চাকরিতে সহায়তায় ইতালিতে প্রকল্প চালু
নিউজ ডেস্ক:
শ্রমের অপব্যবহার কমানোসহ অভিবাসীদের অধিকার রক্ষায় ইতালির দক্ষিণাঞ্চলে সম্প্রতি একটি প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্পের ফলে ইতালিতে অভিবাসীরাও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ইতালির কাস্টেল ভোলটুরনোর একটি সংস্থা সামাজিক অভিবাসীদের জন্য একটি হাব তৈরি করেছে৷ এর মাধ্যমে অভিবাসীদের স্বাস্থ্য সেবা, বসবাস এবং কর্মসংস্থান বিষয়ে সাহায্য দেয়া হবে।
জানা গেছে, প্রকল্পের উদ্দেশ্য হল অভিবাসীদের সামাজিকভাবে পাশে থাকা৷ যারা কখনও না কখনও অভিবাসী হওয়ার কারণে শ্রমিক হিসেবে শোষণের শিকার হয়েছেন তাদের প্রকৃত চাহিদা পূরণের জন্য সাহায্য করা৷ সিডিসের মতো স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রকল্পে সাহায্য করছে৷ তাদের অধীনে কর্মরত সমবায়গুলিও রয়েছে এর মধ্যে৷ সবমিলিয়ে অভিবাসীদের জন্য মোট সাতটি সামাজিক হাব রয়েছে৷
নতুনদের তালিকাভুক্তি
কাস্টেল ভোলটুরনোর সামাজিক হাবে কয়েক সপ্তাহের মধ্যে ৭০ জনের সমস্যা নথিভুক্ত করা হয়েছে৷ কেউ চাইছেন বসবাসের আইনিপত্র, কেউ চাইছেন কাজ৷ এই প্রকল্পের লক্ষ্য হল যে কোনো রকম শোষণকে তুলে ধরা৷
প্রকল্পে কর্মরত মার্সেডেজ নিকোলেট্টি বলেন, এলাকার কিছু ব্যবসা এবং রিয়েল এস্টেট এজেন্সির সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক সক্রিয় করছেন তারা৷ এর ফলে অভিবাসীদের অধিকার এবং মর্যাদা রক্ষার বিষয়টি আরও পাকাপোক্ত হবে৷
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, এনসিও কনসর্টিয়াম বৃহস্পতিবার থেকে রবিবার ভ্রাম্যমাণ ইউনিট চালু করেছে৷ সাতটি শহরের মূল মোড়গুলিতে কোভিড টেস্ট এবং এইচআইভি পরীক্ষার পাশাপাশি মহিলাদের জন্য পিএপি সার্ভিকাল স্মিয়ার টেস্ট করা হচ্ছে৷ যক্ষ্মার জন্য নির্দিষ্ট পরীক্ষাও করা হচ্ছে৷
চিকিৎস সেবা
নতুন প্রকল্পের মাধ্যমে অভিবাসীদের জাতীয় স্বাস্থ্য পরিষেবার আওতায় আনা, পারিবারিক ডাক্তার এবং বাড়ির ছোটদের জন্য চিকিৎসক খুঁজে সাহায্য করা হচ্ছে। মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেয়ায় সাহায্য করা হচ্ছে৷
এনসিও কনসর্টিয়ামের তরফে টমাসো মাজেই মোবাইল ইউনিটের প্রশংসা করেছেন৷ সংক্রামক যৌন রোগ মোকাবিলায় দীর্ঘদিন কাজ করেছেল এমন সংস্থাগুলির সঙ্গে জোট বাঁধায় এই কাজ আরও বিস্তৃতি লাভ করবে বলে মনে করেন তিনি৷
তিনি বলেন, প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল, অভিবাসীদের স্বাগত জানানো, ডাক্তারি পরীক্ষার কথা বলা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা৷ যারা মনে করেন, তাদের সব হারিয়ে গিয়েছে, তাদের ছোটখাটো বিষয়গুলির দিকে খেয়াল রাখতেই এমন প্রকল্পের ভাবনা৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More