চ্যানেল পারাপার ঠেকাতে উত্তর ফ্রান্সজুড়ে বিশেষ ক্যামেরা
নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের অর্থায়নে উত্তর ফ্রান্সের কালে উপকূলজুড়ে শিগগিরই স্থাপন করা হবে বিশেষ নিরাপত্তা ক্যামেরা৷ ২০২১ সালে ইংলিশ চ্যানেল দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী পারাপারের অভিজ্ঞতায় নতুন প্রযুক্তি স্থাপনের এই উদ্যোগ নিয়েছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ।
অবৈধ উপায়ে চ্যানেল পারাপারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য৷ এর আওতায় ব্রিটিশ সরকারের অর্থায়নে ফরাসি উপকূলে স্থাপন করা হবে উন্নত প্রযুক্তির নজরদারি ক্যামেরা৷ উত্তর ফ্রান্সের ডানকের্ক উপকূল থেকে সোমে উপসাগর পর্যন্ত ১৩০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত অঞ্চলে স্থাপিত হবে এই প্রযুক্তি৷
বিশেষ এই ক্যামেরা স্থাপনে আগ্রহী শহর কর্তৃপক্ষগুলোকে মার্চ মাসের মধ্যেই তহবিলের জন্য আবেদন করতে হবে৷ খবর ইনফোমাইগ্রেন্টসের
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে উত্তর ফ্রান্সের প্রায় বিশটি শহর কর্তৃপক্ষ এই প্রক্রিয়ার অংশ হতে চেয়ে স্থানীয় পা-দ্যো-কালে প্রেফেকচুরে আবেদন করেছে৷ খবরের সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় দৈনিক লা ভোয়া-দ্যু-নর্দ৷
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, “এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘টার্মিনাস’৷ এটি বাস্তবায়নের অংশ হিসাবে একটি দল ক্যামেরার সংখ্যা এবং সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে জানুয়ারি মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শহরগুলিতে ভ্রমণ করছে৷’’
প্রেফেকচুর জানিয়েছে, ‘‘মার্চের শুরুতে নির্দিষ্ট প্রকল্পগুলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হবে যাতে তারা ৩১ মার্চের পরে ব্রিটিশ সরকারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়৷”
একটি ডিক্রির মাধ্যমে ক্যামেরা ব্যবহারের শর্তগুলো নির্দিষ্ট করা হবে৷
ভিসান্ট শহরের মেয়র লরন্স প্রভু জানিয়েছেন, “চারদিক থেকে নজরদারি করতে সক্ষম ক্যামেরাগুলি উপকূলে বিদ্যমান ক্যামেরাগুলির তুলনায় আরও উন্নত হবে৷ কালে থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত শহরে ১৪ টি ক্যামেরা স্থাপন করতে হবে৷’’
ভিসান্ট শহর কর্তৃপক্ষ জানিয়েছে, “কিছু ক্যামেরা বিশেষভাবে শুধু গাড়ির নাম্বার প্লেট পড়ার জন্য সমস্ত প্রবেশপথের মোড়ে স্থাপন করা হবে৷’’
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More