Main Menu

মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত

রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের  তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালের আইসিইউতে এবং ৩ জনকে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) ভুক্তভোগীদের আত্মীয় ফারজানা আক্তার বলেন, জাফরাবাদ এলাকার ৩৬১/২ নম্বর আমার মামার বাসায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢোকে। আমরা ডাকাত বলে চিৎকার করি। ওই সময় সবাই মিলে চার জন ডাকাতকে আটক করি। এর মধ্যে এক জন পালিয়ে গিয়ে ফোন করে ১০-১২ জন কিশোর গ্যাংয়ের ছেলেদের ডেকে আনে। তারা রাম দা, ছুরি ও চাপাতি নিয়ে এসে আক্রমন করে। তাদের এলোপাতাড়ি কোপে আমার ছয় আত্মীয় গুরুতর আহত হয়।

আহতদের বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেন, রাতেই আহত অবস্থায় প্রথমে ৬ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে এক জনকে মোহাম্মদপুর সিটি হাসপাতেলে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। ৩ জনকে পঙ্গু হাসপাতে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন জখম স্থানে শেলাই ও চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডাকাতি হয়নি। দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। উভয় পক্ষের মধ্যে আগে থেকে ঝামেলা ছিল। প্রথমে যারা কুপিয়েছে তাদের মারছে। পরে ওরা লোকজন এনে তাদের মারছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *