শুনে শুনে কোরআন হিফজ করেছেন সালমান
শুনে শুনে কোরআন হিফজ করেছেন সালমান
শুনে শুনে কোরআন হিফজ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সালমান
শুনে শুনে পবিত্র কোরআন হিফজ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক সৌদি নাগরিক। দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজের নাম সালমান বিন সাবের বিন আল মুগলানি। শুনে শুনে কোরআন হিফজ করতে তার পাঁচ বছর সময় লেগেছে বলে জানানো হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে।
তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সুপরিচিত ১০জন কারীর তিলাওয়াত শুনে তাদের স্বরে কোরআন তিলাওয়াত করতে পারেন।
কোরআন হিফজ করতে তার কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ৯ বছর বয়সে তিনি কোরআন শেখা শুরু করেন। তিনি বলেন, বাবা আমার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, আমি শুনে শুনে তা মুখস্ত করার চেষ্টা করতাম। বাবার কাছে একটি আয়াত শোনার পর কয়েকবার করে পড়তাম, এভাবে ওই আয়াত আমার মুখস্ত হয়ে যেতো। এরপর বাবাকে সেই আয়াত শুনাতাম।
তিনি বলেন, এখ আমার মনে হয় আমার জীবন সহজ হয়ে গেছে। আল্লাহ তায়ালার কালাম হিফজের সঙ্গে সঙ্গে পার্থিব জীবনের পড়াশোনাও করছি।
তিনি বলেন, স্কুল-কলেজ, ইউনির্ভাসিটির পড়াশোনাও আমার কাছে সহজ মনে হয়। এখন আমার সামনে সবকিছু দ্বার উন্মুক্ত মনে হচ্ছে।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More