Main Menu

সুখবর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য!

সুখবর-বাংলাদেশি-শিক্ষার্থীদের-জন্য

সুখবর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য!

সুখবর, ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষামন্ত্রী তাকে এ প্রস্তাব দেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোহিতা করার কথাও জানান মন্ত্রী।

সৌজন্য সাক্ষাতের সময় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে ফ্রান্স সরকারের আগ্রহের কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।

 

মাধ্যমিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা চালু করতে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বদানকারী অন্যতম একটি দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও সদস্য। ফ্রান্স সরকার ঐতিহাসিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে।

বিদ্যালয় পর্যায়ে ফ্রান্সের গণিত শিক্ষা অনেক উন্নত। ফ্রান্সের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি উন্নতমানের, সারা বিশ্বে সুপরিচিত। ফ্রান্সের এভিয়েশন এবং মেরিটাইম ইউনিভার্সিটি সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। তাছাড়া আফ্রিকান-আরব দেশগুলোতে ফরাসি ভাষা প্রচলিত আছে, নর্থ কান্ট্রিগুলোতেও পর্যটন শিল্পের জন্য ফরাসি ভাষা জানা জনবলের চাহিদা আছে। আমরা যদি আমাদের শিক্ষার্থীদের ফরাসি ভাষা শিক্ষা দিতে পারি, তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *